স্কুল জীবন ছিল মেয়েটির ডিসিপ্লিন। মাকে বলে উঠত, দেরি হয়ে যাচ্ছে। মা হাঁক পাড়ে, খেয়ে যা দু মুঠো। মেয়েটি দৌড়াত। কলেজের পথে হুমড়ি খাওয়া ভিড় বাস। রিকসা, ট্যাক্সি হাঁক পাড়ে সোহাগে একটাই কথা শিখেছে, ডিসিপ্লিন কঠোর পরিশ্রম। তাকে দেখে কেউ গান গাইত “এ কোন সকাল, এ যে রাতের চেয়ে ও অন্ধকার।” মেয়েটি যখন মা, আধভেজা কাপড়ে ও জেনেছে ” ডিসিপ্লিন “। পড়ি কি মরি, নিজে খাই অথবা না খাই; সন্তান যেনো না থাকে আধপেটা। এসব নিজ চোখে সাক্ষ দেবে পথঘাট নয়, অবয়বযুক্ত মানুষ।
Excellent Kobita