ভুতেদের বৃহস্পতি এখন তুঙ্গে থাকার টান পরলেও শ্মশান কিংবা শ্যাওড়া ক্যাওড়া গা ছমছম নীরবতায় দিব্যি মিলে গেছে ঘর করপোরেট হাউসে হাউসে অফিস আদালত এমনকি স্কুল কলেজ হাসপাতালেও ধুর কোথায় যে আসলে নেই ফেসবুকেও…
বুঝতেই পারিনা কখনযে ঘাড় মটকায় সে ভূত নাইবা হলো অমাবস্যা ফুটফুটে আলোয় জ্যোৎস্নায় এখন…
নামতেই চায়না ঘাড় থেকে কিছুতেই হয়তো বা নামাতেই চায়না কেউ কেউ…