সাঁঝের প্রদীপ
✍️ প্রদীপ সরকার
সাঁঝের প্রদীপ জ্বাললে আলো ছড়ায় মিঠি প্রভা।
দ্যুতি তাহার সকল সময় হয় গো মনোলোভা।
প্রদীপ শিখা জ্বালিয়ে আলো, দূর করে গো আঁধার।
শিখার তলে, রশ্মি না জ্বলে, সেথা সদাই অন্ধকার।
প্রদীপ নিজে জ্বলে পুড়ে, খাক হয় দিবারাতি।
পরের মঙ্গল কামনায় যে সে করে দেবারতি।
পবিত্র সে, সবাই জানে, তবু এই তো তাহার ভাগ্যলেখা।
মনের দীপের আলো না জ্বাললে কভু হয়না সাঙ্গ কোনও সাধনা।
—oooXXooo—