ফেলে আসা দিন
নবু
ফেলে আসা দিন
বড় সঙ্গিন,
কিছু পাতা ঝু-ঝুরে বটে-
তবু ঘেঁটে যাই
বড় সুখ পাই
যদি কিছু অঘটন ঘটে।
বন্ধুরা বলে ও নিজ মতে চলে
পড়ে আছে সেই সে কালে,
পৃথিবী এখন কত পাল্টেছে
ও কি জানে তলে তলে।
মুঠো ভরা দামী ফোন-
সাথে নিয়ে সব জন
গন্তব্যে এসে জোটে।
পথে যেতে যেতে
গল্পেতে মেতে
নজর বিহীণ চার পাশ
বিপদ আসে, প্রাণ কেড়ে নেয়
আধুনিকতার এই গ্রাস।
শুধু ছুটে যাই
যদি কিছু পাই
তবু শুনি নাই নাই নাই,
ভালো হত যদি আরো কিছু দিত
প্রাণ ভরে নিতে নিঃশ্বাস।
—oooXXooo—