হারাওনি তুমি
মৃনাল কান্তি বাগচী
যে তুমিকে জেনেছিলাম, দেখেছিলাম
অনেক আগে
সে তুমি হারিয়ে গিয়েছো
ফাগুয়ার রাগে।
ফাল্গুনের দখিন হাওয়ায়
জীবন তোমার ঝলমল,
উদাস মনে আকাশ পানে
চেয়ে থাকি
খুঁজে পাইনি তোমার ভালোবাসার তল।
অতল ভালোবাসা
খুঁজে না পাওয়া মনের গভীরতা,
কিছুই করার থাকেনা
থাকে শুধু হৃদয়ে শূণ্যতা।
শূণ্য হৃদয়, শূণ্য আকাশ
থাকেনা কোন ব্যস্ততা,
যে তুমিকে দেখেছিলাম,সে
তুমি নাই
আছে শুধু তোমার স্মৃতি কথা।
অতীত তুমি, বর্তমানের স্মৃতি কথা
বেঁচে থাক ভবিষ্যতে মোর হৃদয়ে,
হারিয়ে গিয়েও হারাওনি
আছি তোমার স্মৃতি নিয়ে।।।
——–#######——-