শীতল পরশ
আগন্তুক
ছুঁয়ে দিলে মেঘ
উষ্ণ আবেগ
জড়িয়ে শীতল
ঝরে পড়ে জল
সুখে অবিরল
ভিজায়ে আঁচল।
জরাজীর্ণ বুক
ভোলে তার দুখ
মেতে উঠে হয় প্লাবন
অঙ্কুরকুড়ি মাথা তুলি ধরি
জীবনের গায় জয়গান।
ছোঁয় নাই যেথা
অভিমানী মন
ভাঙে নাই সেথা কভু ভুল,
বোঝে নাই যেথা
নীরবতা কেউ
সেথা কভু ফোটে নাই ফুল।
পৃথিবীতে আজ
তান্ডবের সাজ
অভিমানে চেপে থাকা দ্বন্দ্ব
না বলা কথা
অমীমাংসিত ব্যথা
ধ্বংসাত্মক যুদ্ধের গন্ধ।
যদি পারিস বন্ধু
খোঁজ নিস কিন্তু,
ছুঁয়ে দিয়ে সব অভিমান
বড় ব্যথা নিয়ে হতাশায় ক্ষয়ে
বেঁচে আছে দুর্লভ প্রাণ।
—oooXXooo—