মন-ভূষণ
✍️ প্রদীপ সরকার
অহম্ মনের ভূষণ সদা, অহং কখনও নয়।
অহং ফাঁদে আটকালে মন, মানুষ ঙ্গানভ্রষ্ট হয়।
তাই গুণীরা বলেন সদা, করতে অহং পরিহার।
পরের পানে, না মন দিয়ে, আপন কর্মে রহো জেরবার।
ভবের বিষয়, বিষ সদা হয়, তাই করতে মানা বিষপান।
আপন প্রাণে যে মধুভান্ড আছে, তাইতে করো আচমন।
নিষ্কাম না হলে যে মন, সে মধুর হদিস মেলেনা।
তাই না করে মনের চাহিদা বেশী, করতে হয় ত্যাগ কামবাসনা।
যদি গো, করিতে আপ্ত, হয় গো কিছু তবে হউক তাহা নিখিল প্রেম।
যে প্রেম হইলে আপন, হয় গো জীবন, পূর্ণ হেম।
এ প্রেম শুধু দিতেই জানে; মনে রয়না পাওয়ার আশা।
বাণীতে তখন পড়ে গো ঝরে, সৌহার্দের ভাষা।
—oooXXooo—