নিরজনে
রণজিৎ মন্ডল
অনেক ব্যথা তো দিয়েছ মনে,
নীরবে সয়েছি সব,
ঝরেছে কখনও অশ্রু নয়নে,
কখনো বা রেখেছি হৃদয়কোণে
সযতনে,
কেঁদেছি দূঃখে অবচেতন মনে!
তুমি কি পাওনি একটুও দূঃখ,
মোর কান্না শুনে!
হয়নি কি একটুও কষ্ট হেরিয়া মোর
অশ্রু নয়নে!
কেন এই সবুজ মনে দিয়েছ আঁচড়
ক্ষণে ক্ষণে!
কেন এ ফাগুনে পুড়িয়েছ পলাশ তব আগুনে,
স্মৃতির মণিকোঠায় কি রাখনি মোরে
যতনে!
কেন পারনি বিদায়ের দরজা দিতে খুলে নিষ্ঠুর মনে?
সয়েছ তুমিও, কেঁদেছ তুমিও একাকি
নিরজনে।
দেখো তো চেয়ে নিজের পানে,
দেখো তো শুনে নিজের কানে,
পাও কি দেখিতে মোরে, পাও কি
শুনিতে?
মোর ছবি ভেসে ওঠে কি – না শয়নে
স্বপনে,
মোর গান বাজে কি-না আজও তব
কানে!
জানি সবই সহিছো আমারে দিয়েছ যা,
নিজ প্রাণে,
পারনি ছাড়িতে মোরে, পারনি ভুলিতে
তারে,
ব্যথা বেদনায় আঘাতে আঘাতে দিয়েছ
ভরে যারে!
বাজিছে আজও তব মনে নিরজনে
ক্ষণে ক্ষণে!
—oooXXooo—