সকাত সলিলে
রণজিৎ মন্ডল
ছিলে তো নিজগৃহে সমতলে,
হাটা চলা ছিল সহজ সরলে,
কেন নিঃসংশয়ে সব দিলে?
অকপটে নিজেকে ডুবাইলে অতলে!
যন্ত্রে হাটা চলা উঠা নামা সব বিফলে,
যেদিন নিজেকে হারাইবে ডুবাইয়া জলে,
নদী নালা খাল বিল বুজানো বহুতলে!
পাবে না ডাকিয়া কারো, থাকিবে না
ভূতলে,
শুনিবে না কেউ, দেখিবে না চাহিয়া
কোন তলে?
কে ডাকিছে, কে কাঁদিছে, কে হাসিছে
কোলাহলে!
পথ ঘাট রহিবে ডুবিয়া জলে, যন্ত্রও
থাকিবে অচলে,
সব পথ হইবে রুদ্ধ, একাকার হইবে
জন কোলাহলে,
বাঁচাও বাঁচাও আর্ত চিৎকারে হারাইবে
তোমার আর্তনাদ,
মরিবার তলও থাকিবে না ভূতলে!
তবু দিয়াছো সবই নিজেকে তলাইতে
অথৈ জলে!
সাগরে নয়, মা বসুন্ধরার এই ভূতলে!
মরিতে ডুবিয়া সকাত সলিলে!
—oooXXooo—