বৃষ্টিরেখা
– পৌলমী দে পুরকাইত
দিগন্ত পারে আছে সেই দরোজাটা
সে এক ছিল বৃষ্টিমুখর দিন অঝোর ধারা
ভেবেছিলাম আজকেই যাব তার কাছে
বলব পুরু শ্যাওলায় মোড়া দরোজার কড়াটি নেড়ে “আছো”?
হয়ত তখন ওপারে ঝরবে প্রপাত
বয়ে আসবে বিগত দিন
চিঠির নৌকোর সারি বিবর্ণ কিছু অক্ষর
এপাশে আমি মেপে নিচ্ছি তখন
মেঘরাগের সুর ভেজাবৃষ্টির কৌতুহল
দ্বিধান্বিত তোমায়
চলে যাব আমি তবু বলি আর
কত অক্ষর সমাধি হলে
খুলে যাবে ওই দরোজা
অথবা তুমি বয়ে আসবে বৃষ্টিরেখা?
এখন হারাবার কিছু নেই আর আমার
জানি আজ তুমি অন্যের প্রেমিকা।
………..
কবিতার অনুধ্যান
লিখছেন – শ্যামাপ্রসাদ সরকার
……………………..