ওদের পাশে
✍️শিব প্রসাদ হালদার
আগমনীর আগমনে উঠছে সবাই মেতে
সেই দিকেতে নেইতো নজর পায়না যারা খেতে।
পেটের দায়ে ভিক্ষা করে দেহের বস্ত্র ছিন্ন
কেউবা কাঁদে কেউবা হাসে কেউবা আবার ভিন্ন।
আনন্দের ঠিক এমন দিনে,কজন ভাবে ওদের কথা
যাদের দেখলে কাঁদে প্রাণ,
যায় যে দেখা যথাতথা।
নিঃস্ব যারা বিশ্বমাঝে, ওদের ব্যথায় কজন ব্যথী?
কোথায় আছে স্বজন দেখি, হবে ওদের দুঃখের সাথী।
এমন দিনে দুঃখী যারা, কাঁদছে ঘরে বসে
পূজার দিনেও রিক্ত ওরা, যেন ভাগ্যদোষে।
মানবতার মহান টানে- যেন সবাই ভাসে
সভ্যযুগের সভ্য মানুষ- আসুক ওদের পাশে!
—oooXXooo—