ও গোঁসাই খিল দিও না ঘরে ল্যাম্পপোস্টের নিচে কারা আনাচ কানাচ ঘোরে। রোজ আলাদা গন্ধ খোঁজো এ এক শরীর জুড়ে। রাত পোহালেই মহান তুমি মিছে ভক্তির ভারে। আমি খড়কুটো। এঁটো বাসন। পুকুর ঘাটের ধারে। গোঁসাই বড্ড লজ্জা করে। গোঁসাই বড্ড লজ্জা করে।।
…….
পাঠকের অনুধ্যান
কলমে- শ্যামাপ্রসাদ সরকার ………………………..
নিভৃতের প্রেম বাইরে প্রকাশ পেলে আর তাতে সেই আবেগটি থাকে কি? সমাজের অবলোকন তাতে এবার এক লজ্জ্বা বোধের জন্ম দেয়। গৃহস্থালির মাঝে সেই প্রেমবোধ আর তার শরীর বিলাস কষ্ট দেয়। যেন একটা অচেনা সম্মিলনের কথা লোকানো ছিল এতদিন তা হঠাৎ বেরিয়ে এসেছে প্রকাশ্যে। তখন সেই প্রেম আর নিছক সমর্পণ হয়ে থাকেনা! ‘বড্ড লজ্জা করে’ কবির এই কথাটাই জেগে থাকে সব রাঙা কামনার শিয়রে!