হিসাব নিকাশ
রণজিৎ মন্ডল
সবই আছে হায়, তবু মনে হয়,
নিঃস্ব হয়েছি আমি,
হিসাব নিকাশ করার অবকাশ
আজ যে অস্তগামী।
কি পেয়েছি,আর কি যে পাইনি,
শরীরের চেয়ে কি বল দামী,
ক্ষয়ে ক্ষয়ে গেল কঙ্কাল হয়ে
তবু কি আছি গো থামি!
এ শরীর দামী তারও চেয়ে দামী
লুকায়ে রয়েছে যে আমি,
সেই তো জীবন, হলেও মরণ
হয়না অস্তগামী।
কি হবে ভেবে এসে এ ভবে,
আছে যে অন্তর্যামী,
কি আছে আমার, কি নেই আমার,
ভাবো বসে আজ তুমি।
দিয়েছো যা মোরে, থাকিবে যে পড়ে
ছাই হব কাল আমি,
মাটি হয়ে শেষে রয়ে যাবো মিশে
যেথা মোর মাতৃভূমি!
—oooXXooo—