আমার যেন অন্য কোথাও যাওয়ার ছিল পাকদন্ডী, কুয়াশা সকাল, মেঘের পাহাড়, পাহাড় চূড়ায় থমকে থাকা মনখারাপী হলুদ বিকেল, অতল খাদের গভীরতা ডাক দিয়ে যায় যখন তখন, সেইখানে নয়। অন্য কোথাও আমার যেন অন্য কোথাও যাওয়ার ছিল
বুনো গন্ধ, আবছা আলো, নির্জনতা নির্জনতায় কান পেতে কেউ স্পর্শ খোঁজে বনের মধ্যে সিঁথিপথের উধাও প্রান্তে দৃষ্টি হারায়, সেইখানে নয়। অন্য কোথাও আমার যেন অন্য কোথাও যাওয়ার ছিল
নিকোনো উঠোন, তুলসীতলা, ঘিয়ের প্রদীপ, শাঁখের ফুঁয়ে সন্ধে নামে খড়ের চালে, একটা দুটো তারা ফোটার রূপকথা রাত জড়িয়ে থাকে,
সেইখানে নয়। অন্য কোথাও অন্য কোন নদীর ধারে অন্য কোন চাষের ক্ষেতে অন্য কোন গাছের ছায়ায় অন্য অনেক খিদের পেটে ভাতের মতন অন্য কোন কথার ছলে অব্যক্ত আমার যেন অন্য কিছু বলার ছিল আমার বোধহয় অন্য কোথাও যাওয়ার ছিল।