নষ্ট সময়
প্রণতি ভৌমিক
এই নষ্ট সময়ে একতার বড় অভাব
হাত ছেড়ে যায় হাত থেকে
বন্ধুরা হারিয়ে যাচ্ছে অন্ধকারে ।
আকাশ হারিয়েছে তার নিজস্বতা
বাতাস বাঁধা পড়েছে অনিয়মের বেড়াজালে
এ যেন রবীন্দ্রনাথের তাসের দেশ।
এখানে মানুষ বাঁচে শুধু নিজের জন্য
সমাজের প্রতি নেই কোন দায় বদ্ধতা।
—oooXXooo—