শিরোনাম :-দূর্গা মা
কলমে :-রতন চক্রবর্তী
******************
দূর্গা মা আসছেন বলে মা মেনকার ঘরে
আকাশ বাতাস উঠেছে ভরে আগমনীর সুরে,
নীল আকাশের বুকে ভাসছে সাদা মেঘের ভেলা
কাশবনেতে কাশফুল আনন্দেতে খাচ্ছে দোলা।
ডালে ডালে ঘ্রান ছড়িয়ে ফুটেছে হাজার শিউলি ফুল
সরোবরের নীল পদ্ম বাতাসের ছোঁয়ায় খেলছে দুল দুল
আকাশ হতে ঝরে পড়া শিশির বিন্দু লাগতেই গায়
সবুজ ঘাসের বুকের উপর দেখো খুশির জোয়ার ধায়।
বুড়ো-বুড়ি,যুবক-যুবতী,কিশোর-কিশোরী
সব মানুষই খুশির জোয়ারে ভাসতে ভাসতে
নতুন নতুন কাপড় জামা কিনতে সাধ্যমতো
যাচ্ছেন দোকান বাজার হাট সপিংমলেতে।
ষষ্ঠী,সপ্তমী,অষ্টমী, নবমী, দশমী – এই পাঁচটি দিন
দুঃখ কষ্ট মনের গ্লানি সব দিয়ে দূরে ঠেলে
মিলবে সবাই এক সাথে উল্লাসেতে ভরিয়ে মন
দুর্গতি নাশিনী বিশ্ব জননী দূর্গা দেবীর চরণ তলে।
নানা রঙের ফুলে ফুলে ভরিয়ে দুহাত খানি
উচ্চ কণ্ঠে করে বৈদিক মন্ত্র উচ্চারিত
মায়ের আলতা মাখা রাঙ্গা চরণ জুড়ে
দেবে ভক্তি ভরে অঞ্জলি ভক্ত শত শত।
—oooXXooo—