তুমি যে গো সুর প্রিয়, আমার গানের। তুমি যে ছন্দ বিতান আমার প্রাণের। তোমাতেই বাঁধা রয়, আমার হৃদয়। মনের ইথারে প্রাণ সুরভিত হয়। তুমি না রহিলে পাশে, মন মরে যায়। সেকথা তুমি যে কেন, বোঝোনা গো হায়। তুমি যে খো সুর প্রিয়, আমার গানের। তুমি যে ছন্দ বিতান, আমার প্রাণের। আর কত কাল বলো, সহিবো বিরহ। তুমি না রহিলে সাথে, মনে হয় দুঃসহ। সাধারণ নয় তো এ শাস্তি যেন। ভীষণই অসহনীয় লাগে, যেন নিগ্রহ। তুমি যে গো সুর প্রিয় আমার গানের। তুমি যে ছন্দ বিতান, আমার প্রাণের।