দশমিক প্রেম
চিত্রশিল্পী তপন কর্মকার
রাত গভীর ছমছম করে হৃদপিন্ড।
একার মধ্যে আরও চাপটে একা –
দুয়ার দিয়েছি দিন খোলে নাতো খোলে না
অতল আঁধারে ডুব ধরণী।
কৃষকের স্বপ্ন ফেরে চলে গেছে অজগর
যেখানে অহংকার ২২ কিমিঃ দূর।
ক্ষণে ক্ষণে ভাবি, ভাবি আর দাবি –
যদি চৈতক সহসা হতাম?
সম্বল সারা গায়ে সেই মৃদু হাসি
বালিকারা চোখ মেরেছিল চাঁদকে।
—oooXXooo—