বন্ধুত্ত্ব
আগন্তুক
বন্ধুত্ত্ব;..
চির বসন্ত,প্রাণিত অনন্ত,
ঈশ্বর সমাধিকারি!
ব্যর্থতার নিস্বঙ্গতে,সুখের সন্নিকটে,
জানালায় মুখ ভরি,ডাকি ফিরি বন্ধুকে!
প্লাবিত হই হাতছানির মৃদু ম্লান হাসিতে..
গৃহের প্রাচীর ভেদে,ভয়কে দ’লে ‘প’দে,
পারিনাই ছুঁয়ে দেখতে,বন্ধুর দুঃখকে!
অকপটে,গল্পে কাব্যে রসায়নে…
শ্রেষ্ঠত্বে রেখেই গেলাম তাকে!!
“”””””””””””””””””””””””””””””'””””