চলো বাঁচি
আগন্তক
মন খারাপ তোমার বুঝেছি তা,
তা বোলে কি? চুপটি করেই রবে!
হাজার কষ্ট বুকেতে চেপে ,
সবি কি? নীরবেই একা সবে!
এর চেয়ে ভালো, চলো উঠি ভোরে,
উদিত সূর্যে স্নান করি !
ছুট্টে বেড়াই চারণ ক্ষেত্র ,
পাখিদের সুরে সুরে গান ধরি !
একটু না হয় আকাশ দেখবো ,
দেখবো মেঘবালিকার খেলা !
একটু না হয় প্রাণ খুলে হাসবো ,
দেখে দুলন্ত ফুলেদের মেলা !
পড়ন্ত বিকেলে ঘুরতে বেড়োবো,
মৃদু বাতাসে মন প্রাণ জুড়োবো!
গোধূলির সাত রঙে রাঙিয়ে মেজাজ,
তারার হাটে বিশ্রাম নেবো!
কর্ম সে তো করতেই হবে ,
ব্যর্থতা হারানোর ক্লেশ,সঙ্গেই রবে !
তা বোলে কি? হেরে যাবে তুমি ,
মাঝ পথেই থেমে যাবে ?
ভারক্রান্তে তো মাটিরও কষ্ট হয় ,
দ্বগ্ধ জ্বালায় সূর্যটাও রোজ জ্বলে,
তবুও মাটি শস্য ফলায় তার বুকে।
সূর্যটা সৃষ্টিতে মাতে ফের সকালে।
তাইতো বলি, ছাড়ো ওসব রাগ অভিমান ,
দুঃখ শোক সব, দূরে দূরে রাখো !
স্বজন সুজন আছে যারা পাশে ,
তাদের আদর সোহাগ মাখো !
মৃত্যু সে তো গা ঘেঁষে ঘেঁষে,
জীবন, অনিশ্চিতে আছে বাকী।
এর মাঝে পড়ে, গুমরে কেঁদে না মরে,
চলোই না! সুখের খোঁজেই বেচেঁ থাকি !!
“””””””‘”””””””””””””””””””