ভাল থেকো তুমি
কিশোর বিশ্বাস
ইচ্ছা করে আমি কি আর চলে গেলাম
মরার আগে এই কথাটি বলে গেলাম
তোমায় ছাড়া বাঁচা গেল না
এই বিরহে থাকা গেল না
মাতাল হয়ে তোমার পথে শুয়ে থাকি
পাগল হয়ে তোমার পানে তাকিয়ে থাকি
সেটা কি চাও ?
তোমার প্রেম মনটাকে মোর জ্বালিয়ে দিল
তোমার প্রেম প্রানটাকে মোর গালিয়ে দিল
হৃদয়ের ও সহ্য করার সীমা আছে ।
নইলে এমন আলো ভরা আকাশ
নইলে এমন সুবাস ভরা বাতাস
নইলে এমন ফসল ভরা মাঠ
নইলে এমন হাসি কান্নার ঘাট
ছেড়ে কি যাই ।
তাহার কাছে আশীষ মাগ্যি
যেথায় আমি যেমন থাকি
ভাল থেকো তুমি ।।।
—oooXXooo—