রাতের অদৃশ্য রজনীগন্ধা
মৃনাল কান্তি বাগচী
একাকীত্ব আছে, নিশুতি রাত
আছে,
শুধু তুমি নেই পাশে,
মায়াবী চাঁদের জ্যোৎস্না
মিটি মিটি হাসে।
বিরহ আছে, যন্ত্রনা আছে
তবুও মন ভালোবাসে,
রাতের অদৃশ্য রজনীগন্ধা
সুগন্ধ বিলায় বাতাসে।
চাঁদ ভালোবাসে জ্যোৎস্নাকে
আমি ভালোবাসি তোমাকে,
তোমাকে কাছে পাইনে
তাই মন চায় বারে বারে
তোমাকে।
চাঁদের মত তুমি দূরে থাকো
কিছুতেই ধরা দেওনাকো,
তবুও জ্যোৎস্নার আলো পায়
ধরা
আমার কিছু নাই একাকীত্ব
ছাড়া।
একাকীত্ব আছে, নিশুতি রাত
আছে
শুধু তুমি নেই পাশে,
মায়াবী চাঁদের জ্যোৎস্না
মিটি মিটি হাসে।
তুুমি না থেকেও আছো
নিশুতি রাতে চুপিসারে
আসো
আমি ছাড়া কেহ দেখিতে
পায়না
রাতের অদৃশ্য রজনীগন্ধা
অনুভব ছাড়া বোঝা
যায়না।।।
——–#####——-