সূর্য -উচ্চারণ
মণিকা বড়ুয়া
নিব থেকে খুলে নিলাম চাদর।
আমার কিসের ভয়?
চরাচরে লুটিয়ে পড়ছে ধুলো–
তোকে বরণ করব।সিঁথির আদরে,
হাতের মুঠোয় রক্ত ধরে
খুলে নিচ্ছি শিরস্ত্রাণ!
পড়িয়ে দিই ঐ ভুখা মিছিলে
হাঁটা ন্যাংটো ছেলের বুকে।
সাবাস!বেটা এগো, তুলে ফেল
সব পাথর।
সব জঞ্জাল সাফাই তোদের মজ্জাতে।
সেখানে বারুদ,আগুন,সবুজের
কলরব, সূর্য – উচ্চারণ!
—oooXXooo—