কত কথা
রণজিৎ মন্ডল
কত কথা গোপনে মরে যায়,
কত কথা নীরবে কেঁদে যায়,
কত কথা জমে থাকে বুকে !
যে কথা যাকে বলতে চেয়েছি,
যে কথা তার কাছে শুনতে চেয়েছি,
সে কথা বাতাসে ভাসিয়া যায় শোকে।
বাতাসে পাতিয়া কান,
শুনি পাতার মর্মরিত কত কথা কত গান,
চেয়ে থাকি কখন আকাশ পানে,
সাদা মেঘ কালো মেঘ কত কথা
কয় গোপনে,
হঠাৎ ধেয়ে আসে বৃষ্টি হয়ে যেন
বলিতে সব কথা আমাকে।
ভিজিয়ে শীতল মনে অপরূপ সুন্দর
মনে হয় নিজেকে!
সব গোপনিয়তার শেষ হয়,
যে মন কাড়িয়া লয়, মনের মাধুরি
দিয়ে নিজেকে।
বলা হল না আজও সেই কথা তাকে,
সে তো এলো না বাতাস হয়ে,
এলো না বৃষ্টি হয়ে ভিজিয়ে আমাকে,
নীরবে নিভৃতে সব কথা বেদনা হয়ে
কাঁদে আজও মোর বুকে!
–oooXXooo—