অভিজ্ঞানম্
শ্যামাপ্রসাদ সরকার
আংটি ছিল হিরন্ময়ী
মখমলের বাক্স খুলে
সেদিন সন্ধে ভীষণ দামী
সুগন্ধি আর মোতির মালায়
আমি তখন লক্ষহীরা…
আঙুলখানির মাপ টুকু সেই
জানিয়েছিলাম লজ্জ্বা ব্রীড়ায়
সেই মাপেতেই আটকা হৃদয়
সেই মাপেতেই বিষয় আশয়
সবটুকু সাধ নিমেষ বাধায়
যোগ্য স্ত্রী এর নিয়ম নেশায়
একটু একটু অন্য আমি
প্রচুর বিভাব, আমার স্বামী
ভীষণ নিখুঁত, ভীষণ দামী।
সেই আমিটার হারমোনিয়াম
ভোরের রেওয়াজ, সব খোয়ালাম
পুত্রকন্যা ব্যস্ত সবাই,
স্বামীও ঘোরেন গোটা দুনিয়াই
আংটি খানা ঠাট্টা করে
এক আঙুলের মাপটি জুড়ে
সবটা আমার বৃত্তে ঘোরে।
আংটি ছিল হিরন্ময়ী
স্বর্ণসুধায় হৃদয়জয়ী
কাঁচের আধার মাছেরা খেলে
রঙীন নুড়ি ঝলসে জলে
আংটিখানা জলের তলায়
একটি মাছেও যদি খেয়ে নেয়
শকুন্তলার অভিজ্ঞানে
চিনবে কবে কে আর জানে?
আংটি ছিল হিরন্ময়ী,
জলের নীচে ছলনাময়ী।
—ooXXoo—