শব্দ চাষ
মণিকা বড়ুয়া
কত কথা কও কবি
কে শোনে কার ধ্বনি!
তবু দিনরাত করে যাও শব্দচাষ।বন্দরে নোঙর ফেলা বহু খুনী ঘাস।
পাশের ঘরে সিন্দুর মোছা সন্ত্রাস!হাতের তালুতে রক্ত মুছে
গড়িয়ে দাও কলমের সুবাস!
—oooXXooo—
শব্দ চাষ
মণিকা বড়ুয়া
কত কথা কও কবি
কে শোনে কার ধ্বনি!
তবু দিনরাত করে যাও শব্দচাষ।বন্দরে নোঙর ফেলা বহু খুনী ঘাস।
পাশের ঘরে সিন্দুর মোছা সন্ত্রাস!হাতের তালুতে রক্ত মুছে
গড়িয়ে দাও কলমের সুবাস!
—oooXXooo—