শ্বেদাক্ত বৈশাখ
অনিমেষ চ্যাটার্জি
লিখবো বলে কলম খুলেছি,
কথা আসে নি,
শ্বেদাক্ত বৈশাখ এসেছে।
এখন কবির সাদা পাতায়
কেবল খরা।
বলবো বলে প্রস্তুতি নিয়েছি,
শব্দ আসে নি,
ঝড়ে দীর্ঘশ্বাস ভেসেছে।
এ ঝুলি শূণ্য বহুকাল,
এঁকেছে স্বপ্ন মায়াজাল
চোখের কোটরে।
তুমি থাকলে কোঁচড় ভরে
কথা আর কাব্যমালা
কুড়িয়ে আনতে জানি,
আনতে লেবু ফুলের সুবাস
গোপন অলিন্দে বারো মাস,
সে বাসে প্রাণীত হতো
বৃন্তে, শাখায়,
মৃতপ্রায় ভালবাসা,
ওলিদের যাওয়া আসা ।।
———-XX———-