ইচ্ছে
সোমনাথ প্রামাণিক
প্রথম থেকে শুরু করার ইচ্ছে আমার বড়ো ,
আমার এই ইচ্ছেটাকে কেউ পূরণ করতে পারো ?
কখনো মনে হয় যেনো চল্লিশটা চারে ফেরৎ পাই
ভাবের ঘোরে সত্যি সত্যি যদি এমনটাই হয় !
আমি অবাক হয়ে ভাবি কেমনে গেল চল্লিশটা ,
আবার কি ফিরে পাবো হারিয়ে যাওয়া শুরুটা ।
ধুৎ এমন আবার হয় নাকি , সবটাই গেছে ফাঁকি
তবু মনের কোনে আশার কিরণ মারে উঁকিঝুঁকি ।
সত্যি বলতে কি অপূর্ণতাই আসল কারণ
মন বলছে তাই ওরে বয়স তোর বাড়াটাই বারণ ।
চতুর্দিকে দেখি সবাই বেশ তো আছে ভালো ,
সবটা হলো মেকি , আসলে সবটাই গোলমেলো ।
তবুও ইচ্ছে হয় ,একবার প্রথমটা যদি ফিরে পাই,
হিসেব করে দেখি, না পাওয়াটা আমারি তো দাই !
কাল কবলে সময় গেল ,তবু ইচ্ছেটা যে বাকি ,
আবার ফিরে যদি পাই, আমি দেবো নাতো ফাঁকি ।
—00XX00—