কন্ঠে আমার
কিশোর বিশ্বাস
কন্ঠে আমার তুলে দিলে বিষ
মধুর হাস্যে পানিয়ে
আমাকে দিয়েছ চির নির্বাসন
কল্প কাহিনী বানিয়ে
তোমার তূণেতে যত বাণ ছিল
এক এক করে মেরেছ
দুঃখ ব্যথার অসীম সাগরে
আমাকে ডুবায়ে ধরেছ
তবু কি আমারে ভুলাতে পেরেছ
পেরেছ কি দূরে ঠেলতে
দিবানিশি শুধু তোমাকেই ভাবি
পারিনি তো মুছে ফেলতে
আমাকে কাঁদায়ে তুমি যে হাস
এটাই তোমার খেলা
খেল খেল প্রিয়া খেলে যাও তুমি
এখন ও রয়েছে বেলা ।
—ooXXooo—