ফিরে যখন আসবো
আগন্তুক
ছুটে চলেছি সহস্র বছর ধরে ,
বিরামের নেই কোনো অবকাশ !
বহুরূপে রূপান্তরের কান্ডারী সেজে ,
নিয়তিরা দিয়ে যায় আভাস !
না জানি কত শত রূপ বদলেছি ,
আরো না জানি কত আছে বাকী !
নাই মনে মোর কোনো রূপের কথাই ,
স্মৃতির অবক্ষয়ে সবই হয়েছে ফাঁকি !
মানব জনম নিলাম প্রথম যেদিন ,
শিহরণের পূর্ন আতর মাখলাম অনুভবে !
ভালোবাসা মান অভিমান কি ?
বুঝলেম প্রিয়জনের খানিক অভাবে !
সুখ দুঃখ বিরহ বেদনের মাঝে ,
স্বজন সুজন পেলাম সারাক্ষণ !
তাদের এই স্নেহপরশ ভালোবাসায় ,
ধন্য হলো আমার এই মানব জনম !
ফিরে যখন নূতন রূপে আসবো ,
মানব রূপেই জন্ম যেনো পাই !
এই আকাশ এই বাতাস এই গ্রহ তারার মাঝে ,
এভাবেই সকলের সঙ্গ নিয়ে ,
পরম আনন্দে বাঁচতে আমি চাই !!
—ooXXoo—