ভাষার সমুদ্র- সহবাস
মণিকা বড়ুয়া
পৌরাণিক দেবপুর
ঐতিহাসিক বহুভাষিক গ্রাম
পার হয়ে
পায়ে পায়ে এসেছি
যে তীর্থ তারুণ্যে—
সেখানেই ডিজিট্যাল রোদ
ডিজিট্যাল ভাষা
ডিজিট্যাল ভ্রুণ
ছড়িয়ে পড়ে চারপাশ।
গায়ে মাথায়
সব ভাষার চিহ্ন
সব চেতনার সহবাস
সব হৃদয়ের কেন্দ্রীকরণ—
মায়ের ভাষা
ভায়ের ভাষা
বিশ্ব- ভাষার
একই যাত্রা
একই মুর্চ্ছনা
একই সমুদ্র- সহবাস।
——-XX——-