জ্যান্ত লাশ
রণজিৎ মন্ডল
নতুন বছরে এসে, প্রাণ যায়
গরমে শেষে,
একজনও নেই যে শীতল করে প্রাণ এসে।
গরমেতে হাসফাস ট্রেনে যাই বারো
মাস,
লেডিরা টিচার হয়ে বসায় বাজার
ট্রেনে, বন্ধ হয় শ্বাস।
ডেকে বলি ওহে ম্যাডাম গল্পের উদ্দাম
রবিবার বাড়িতে হলে,
পরিবেশ হয় না নাশ,
পরনিন্দা, স্বামী নিন্দা শুনছি তো বারোমাস,
স্বামীটার গুণ গেয়ে শুনিনি তো কোন
ভাষ!
ম্যাডাম একজন সিংহের গর্জন, শুধায়
মারবো এখানে, পড়বে শ্মশাণে লাশ!
পাশে বসা সহযাত্রী, কহেন ওগো জাতীতে মাতৃ, পড়িয়ে ছাত্রী এতো,
ভাষার এই নির্যাস!
একজন মহিলা, যেন তিনি অবলা,
কহেন আমায় এসে,সঠিক প্রতিবাদ
আজ যেন মরা ঘাষ,
শিক্ষক আমিও, ক্ষমা মোরে করিও,
শিক্ষকতার এই দর্পে দেশের হয়েছে
সর্বনাশ !
আমি বলি কাকাতুয়া ম্যাডামের মুখ
খাওয়া, সয়ে গেছে নিত্যযাত্রীদের
বারোমাস,
তবু এতো নিন্দা, স্বামীদের বান্দা, এ
সবের মানেটাই জানে না ঐ জ্যান্ত
লাশ।
—০০::XX::০০—