প্রেম আমার
অসিত ঘোষ
জবার সঙ্গে কিছুক্ষণ আছি
বলল কানে কানে ভালোবাসি
ধরেছো হাত ছেড়ো না বাজাও বাঁশি।
আমি আছি, আমি আছি, বনান্তরে
মর্মর ধ্বনি তেই উঠেছে জাগি
আমার হৃদয়ে রবি, তোমার সাথি
একদিন জেগে উঠেছিলে বুকের পরে
প্রতিটা ঢেউয়ের গর্জন দিয়েছে ফাঁকি।
একদেহে মিলিয়ে গেছে
আবার উঠেছে জেগে
সরস ফলের অংকুর খানি।
যাহা করি সবই মিছে
বাকিসব যায় পিছে পিছে
বলেছ আমার কানে কানে
ভালোবাসি বলেই কাছে আসি।
—:::××:::—