তোমায় মনে ক’রে
রণজিৎ মন্ডল
আমি আবার এলাম ফিরে
শুধু তোমায় মনে করে,
প্রথম দিনের স্মৃতিগুলো
বড্ড জ্বালায় মোরে।
মনে পড়ে প্রথম যেদিন
তোমায় সাথি করে,
বকুল তলায় ফুল কুড়িয়ে
পাতায় জড়ো করে,
একটি মালা গেথেছিলাম
মনের মত করে,
তোমার গলায় পরিয়ে দিতে
বলেছিলে মোরে।
দিয়েছিলাম গলে তোমার
গিয়ে ঠাকুর ঘরে,
তুমি আমার পানে চেয়েছিলে
তোমার দুচোখ ভরে।
আজকে বেলা যায় যে আমার
বকুল গাছের পরে,
তুমিও যে নেইকো কাছে
আছো অনেক দূরে!
তবুও মোর হৃদয় সাগর
উথাল পাতাল করে,
সাগর তটে বেড়াই ঘুরে
তোমায় মনে করে।
ঢেউয়ে ঢেউয়ে আসবে কবে
আবার তুমি ফিরে,
থাকবো বসে সেই আশাতে
হৃদয় সাগর তীরে।
—::××::—