অসফল জন্ম
সোমনাথ প্রামানিক
অভাগা জন্ম আমার জন্মেছি মানব রুপে,
ভাগ্যের ফেরে পড়িয়াছি আজ অন্ধ কূপে ।
শুনেছি মানব জন্ম অনন্ত জন্ম পরে পায়,
হেলায় সময় হারিয়ে আজ নিঃস্ব এ ধরায় ।
কে আপন কে পর না বুঝে হয়েছি বর্বর,
কোন জন্মে হবে মুক্তি আত্মা যে অবিনশ্বর ।
মুক্তির পথ ছাড়ি কাঞ্চন কামিনী তে মত্ত,
ঠকিয়া জীবনে , বুঝিলাম ধর্মের পথই সত্য ।
কাল রূপী মৃত্যু ক খন করিবে মোরে গ্রাস,
সময় তো একটু একটু করে হইতেছে হ্রাস ।
শিব রূপে জীবে সেবা কেমনে করিব
গুরু ত্বত্ত বিনা তাহা কেমনে বুঝিব ।
দিয়েছিলেন ঈশ্বর অমরত্ব সে শক্তি
মায়ার জগতে আসি হারিয়েছি ঈশ্বর ভক্তি ।
প্রার্থনা এটুকু মোর হে বিধাতা জেনো
মন কোটরে ছিলে তুমি এটুকু মেনো ।।
—:::××:::—