ফশিলের তর্জা
চিত্রশিল্পী তপন কর্মকার
পাখি যতই পোশ মানাও,
“হরমোন” শেষ কথাটাই বলে।
যতই কারোর বন্ধু হও,
“প্রশ্ন” তুমিটা কোন দলে।।
গাঁও ভেজানো ভালবাসা,
আসলে সব রোগ তামাশা
স্বার্থ ছাড়া পাগল শুধু,
একাই পথ চলে।
“হরমোন” শেষ কথাটাই বলে।
হিংসের এত বাড়াবারি,
ছায়ার সাথে মাড়ামারি।
তোমার আমার মুচকি হাসি,
এইতো বারোর কাঁটা।
মাথার চুল লম্বা হলে,
কেমন যেন মেজাজ জলে,
বোধ বুদ্ধি দেখিয়ে দেয়,
দেয়ালে বেশ সাটা।
কে জানে কার সময় রতি,
কখন পায়ের তলে।।
“হরমোন” শেষ কথাটাই বলে।
কথা গুলির শেকড় বাকর,
খোঁজ নিওতো ভাই।
ফল দিলে কি ঝাল মিস্টি,
নাকি পানসে ছাই।
সখের থেকে প্রেমিক হই,
প্রেমেতে যাই উবে।
কয়লা ধুলে ময়লা খুলে,
কে কত আর ধুবে?
মাঠে দেখ বাটার আগুন,
গরু কেমন বাঁধা।
তুমি আমি গাধা ছাড়া,
হই কি হারামজাদা!
এননি করেই জীবন রবি,
যাবে অস্তা চলে।।
“হরমোন” শেষ কথাটাই বলে।
–~০০০XX০০০~–