অপরূপ নীল বক
প্রেমাঙ্কুর মালাকার
শিবদর্শন, এবং প্রণাম,
করে আসি সব ফিরে-
সি-বিচে পাথরে, ঝিলিক বাবান,
ঘুরে আসে ধীরে ধীরে।
ভেলভেট নীল, একখানা বক,
দেখি এক পায়ে খাড়া;
আকাশে উড়লো, ডানা মেলে দিয়ে,
পেতেই ওদের সাড়া।
পাথর এড়িয়ে, আবার বসলো,
ছোট্ট জলার ধারে-
স্রোতহীন সেই, ছোট্ট জলায়,
মাছ খোঁজে বারে বারে।
দুখানা ডানায়, রঙের বাহার,
অপরূপ কারুকাজ!
চোখ সার্থক! জীবনে প্রথম,
নীল বক দেখি আজ।
এতো দূর থেকে, নীল বকটার,
ছবি তো গেলোনা তোলা-
চোখের ক্যামেরা, সেই ছবি তোলে,
সেটাতো যাবেনা ভোলা।
–~০০০XX০০০~–