দৃঢ় হচ্ছে ক্রমশ
………………………..
শ্যামাপ্রসাদ সরকার
হাতের মুঠো দৃঢ় হচ্ছে ক্রমশ,
শক্ত করে চেপে ধরছি বিচ্ছিন্নতার গলা,
লালসায় চেটে নিচ্ছি অবয়বের আঘ্রাণ,
হাতের মুঠো দৃঢ় হচ্ছে ক্রমশ,
শক্ত করে চেপে ধরছি মৃত্যুর গলা,
খুলে ফেলছি যেটুকু সামাজিক আর,
ভদ্রতাবোধের অনর্থক অলঙ্কার!
হাতের মুঠো দৃঢ় হচ্ছে ক্রমশ,
তাই হাতের মধ্যে আসছে হাত,
হাতের ওপারে আসছে একটুকরো মন,
নাভীর নীচে তলিয়ে যাচ্ছে অপরাধবোধ,
আবার অপরাধবোধ ছেড়ে তলিয়ে যাচ্ছি প্রেমে!
হাতের মুঠো দৃঢ় হচ্ছে ক্রমশ,
সে মুঠো দৃঢ়তার সাথে, প্রাসঙ্গিকও,
আমার কন্ঠনালী চেপে ধরতে চেয়ে,
জোর করে লিখিয়ে নিচ্ছে এপিটাফ,
ঝোড়ো হাওয়ায় ক্রমশ শাসিয়ে যাচ্ছে
হাতের মুঠো দৃঢ় হচ্ছে ক্রমশ,
এতটাই দৃঢ় যে মৃত্যুতেও সে ছাড়বে না আমায়,
ঘুরিয়ে ঘুরিয়ে উপহার দেবে জীবনের অপচয়।
……..