ধর্ষিতার কান্না
✍️ শিব প্রসাদ হালদার
নারী হয়ে জন্ম নিয়ে করেছে যেন অপরাধ!
ওরা কি লালসায় ভোগের পণ্য?
ক্ষণে ক্ষণে শোনে যে কত অসহ্য অপবাদ!
কামুক কুলাঙ্গার করেছে যারা কলঙ্কিত
ওদের ভয়ে নারী আজ সমাজে ,কেন হবে আতঙ্কিত?
ঘৃণ্য কুসন্তান গুলি অপরাধ করেও মাথা রাখে উঁচু
হায়রে যুগের হাওয়া!
বিনা দোষে দোষী সেজে, নারী করে মাথা নিচু।
সম্ভ্রমের লজ্জাতে পারেনা বলতে চিৎকারে
নীরবে নিভৃতে সহে চলে, অশ্রু ঝরিয়ে অনাচারে!
সভ্য যুগের অসভ্য মানুষের নিন্দিত আচরণ
নারীর বুকে অবিরত ঝরায় কত যে রক্ত ক্ষরণ
কামনার তীব্র বাসনা মিটাতে
যারা বলপূর্বক ধর্ষণে লিপ্ত
তাদের শাস্তির দাবিতে জাগ্রত জনতা
হয়েছে আজ ক্ষিপ্ত।
বিচারের কাঠগড়ায় চলে কত বিচার
তবুও সমাজে ধর্ষণের হয়েও হয়না প্রতিকার —-
চারিদিকে যায় শোনা নারী পুরুষের সমানাধিকার তবুও কেন আজ নারীর প্রতি নিন্দিত বলাৎকার?
কেন হবে নারী, যৌন লালসায় ভোগের পণ্য?
সম্ভ্রম বাঁচাতে জাগুক জাগরণ তাদের জন্য।
যে নারী দিয়েছে জন্ম জানাতে তাদের সম্মান
ধর্ষক নির্মূল করতে জানাই সকরুণ আহ্বান।
স্বীয় সম্মান নিয়ে বাঁচুক নারী – চলুক নির্ভয়ে
লজ্জায় যেন মুখ লুকাতে না হয়,
মা বোন পিসি-মাসি—-পরিচয়ে!!
–~০০০XX০০০~–