এমন আধাঁর
কিশোর বিশ্বাস
এমন আধাঁর কখনও আসেনি আগে
শাসক হায়না রক্ত তৃষায় জাগে
নগ্ন রাজা নিজ পানে নাহি চায়
ধর্ষিতা মা নীরবে কাঁদিয়া যায়
পথ পিচ্ছিল শিশুর ঘিলু ও রক্তে
প্রতিবাদী শীরে ভলি খেলে বসে তকতে
দ্বারে দ্বারে কাঁদে বিপন্ন গনতন্ত্র
শকূনীরা জপে সর্বনাশের মন্ত্র।
এত আচ্যাচার তবুও রয়েছ ঘুমিয়ে
কত পারিতোষিক চরন প্রান্ত চূমিয়ে?
শিরায় কী তব মনূষ্য রক্ত চলে
তোমাকে কী আজো মানুয,মানুষ বলে?
–~০০০XX০০০~–