শান্তির অনুভূতি
সোমনাথ প্রামানিক
যেথায় গেলে নাহি পাই আমি শান্তির অনুভূতি ,
তবুও কেন সেথায় যেতে করো আকুতি ।।
শান্তি অতি সূক্ষ্ম তাহা করে যে আকৃষ্ট ,
পরিবেশকের স্বভাব হতেই হবে মিষ্ট ।।
কায়া অতি স্থূল বস্তু নেইকো কোনো মূল্য ,
শান্তি পেলে মনে, সে যে হয় উৎফুল্ল ।।
বিবেক বুদ্ধি যাহার কাছে বিষয়ে তে বদ্ধ ,
শান্তি কভু তাহাদের নিকট হয় না আবদ্ধ ।।
মন আর মুখের ভাষা যাহার কাছে ভিন্ন ,
তাহাদের হতে সম্পর্ক করিতে হবে ছিন্ন ।।
অভিনয়ে শান্তি কভু চিরস্থায়ী নয় ,
কিছু সময়ের জন্য তাহা প্রকাশিত হয় ।।
জগৎ মাঝে শান্তির তুল্য কোথা তুমি পাবে ,
সব হারালেও শান্তি পেয়ে তুষ্ট তুমি রবে ।।
অর্থ আর প্রতিপত্তির নেশা তুমি ছাড়ো ,
হৃদয়েতে শান্তিরূপী অমৃত আঁকড়ে ধরো ।।
–~০০০XX০০০~–