আহা! বাংলা মা
মণিকা বড়ুয়া
ইংরাজী, হিন্দী,পালি,সংস্কৃত,
পড়ি গড় গড় করে—
কিন্তু বাংলায় মনটা কেমন
নরম হয়ে যায়—মনে হয়
মা’র কাছে মা’ র আঁচল বিছিয়ে শুয়ে আছি।
ইংরাজী, হিন্দি,পালি, সংস্কৃত,
লিখি তর তর করে—
কিন্তু বাংলা ভাষাতে কেমন হৃদয়টা ভরপুর হয়ে যায়—
মনে হয় ঠাম্মার কোলে বসে
গল্প শুনছি।
ইংরাজী,হিন্দি,অহমিয়া,
মালয়ালাম ,
সিনেমা দেখি—
কিন্তু বাংলা ভাষার চিত্রগল্পে
মনটা কেমন আকুল হয়ে ওঠে–সহজ শান্তির মায়ারোদ
আমায় ঘুম পাড়ায়।
শূন্যতা পূর্ণ করে
পুণ্য হয়ে বুকে বেজে ওঠে
আমার বাংলা মা—পুকুর, ধানগাছ,
আম, জাম, পেয়ারার গভীর আদর।
বাংলা মায়ের বুকে
গঙ্গা গোমতী নুপুরে
দোয়েল ফিঙে শালিকের মত
খুঁটে খাই আমার ফেলে আসা সময়।
————————