তোমাকে দেখতে ইচ্ছে হয়
মৃনাল কান্তি বাগচী
তোমাকে আজও ভালোবাসি
তাই তোমাকে দেখিতে ইচ্ছে
করে,
একবার কাউকে
ভালোবাসিলে
সেই ভালোবাসা
কখনো যায়না মরে।
জানিনা, কেমন আছো তুমি?
হয়তো গিয়েছো আমায় ভুলে,
সব অতীত যদি কোনভাবে
যাওয়া যেত একেবারে ভুলে
মনের জমানো ব্যথায়
এতোকষ্ট
পেত হতোনা কোন কালে।
সত্যিকারে ভালোবাসিলে
তবেই কষ্ট পেতে হয়,
ভালো না বাসিলে
ভুলে যাওয়া কঠিন নয়।
যেখানে আছো তুমি, ভালো
আছো
এই ভেবে খুঁজে পাই সান্ত্বনা,
নাইবা রাখিলে খোঁজ
মনের মাঝে থাকনা আমার
বেদনা।
আমার মনের বেদনা
সেতো আমার ভালোবাসার
ফল,
দুঃখের রাতের আঁধার এসে
হৃদয় আমার করে চঞ্চল।
নীরব রাতের নীরব বেদনা
বারে বারে তোমার কথা
মনে করায়,
তাই তোমাকে ভুলিতে পারিনা
তাই তোমাকে দেখিতে
ইচ্ছে হয়।।।
———-+++++++———