“নতুন জীবন”
✍️ শিব প্রসাদ হালদার
শীতের শেষে ঝরা পাতায়
শ্রীহীন ন্যাড়া গাছ,
যেন নিতান্ত নিঃসঙ্গতায় নিষ্প্রাণ!
ক্ষণিকের দুর্দিনের দুর্দশা কাটিয়ে
আবার উঁকি মারে পত্র-মঞ্জরি,
ভরিয়ে দিয়ে সকল শাখা-প্রশাখা;
যখন শোভা পেয়ে পূর্ণ যৌবনা-
তখন জাগায় নতুন করে বাঁচার অনুপ্রেরণা—।
বাঁচা মরার বিরূপ বিতৃষ্ণায়
যেন বারবার বাজে
অসময়ের অসাম্য আসবে ফিরে সাম্যতায়,
অপেক্ষা শুধু
চলমান চাকা ঘুরে-
ফিরে পাবার অপেক্ষায়!
–~০০০XX০০০~–