ফিদেলের প্রতি
—————————-
মূল কবিতাঃ- চে গেভারা
অনুবাদঃ- সুমান কুণ্ডু
বলেছিলে তুমি সূর্য উঠবেই
চলো যাই!
ওই অচিত্রাঙ্কিত পথ ধরে
তোমার প্রেম, সবুজ সরীসৃপের মুক্তির সন্ধানে।
চলো যাই নিশ্চিহ্ন করতে
আমাদের প্রতি ঘটা অযুত অপমানের
অন্ধকারে বিদ্রোহী তারকার ক্ষিপ্র সরা ভ্রুযুগলের,
নিশ্চিত জয় আমাদের, মৃত্যুকে সমূলে উচ্ছেদ করে।
সর্বাগ্রে সমগ্র বনানীকে নিক্ষেপ করে
বিস্ময়ে বিহ্বল হয়ে জেগে উঠবে
যখন সেখানে শান্ত সেনানী
আমরা তোমার পাশে থাকবো।
বাতাস চৌখণ্ডিত করে তোমার স্বর যখন
কৃষকের ভূমি, বিচার, রুটি বা স্বাধীনতার জন্য জাগবে
তখন আমরা তোমার পাশে থাকবো
অভিন্নত্ব স্বরভঙ্গি নিয়ে সেখানে।
যখন অত্যাচারীর বিরুদ্ধে তোমার পূর্ণ অভিযান
দিনের শেষে সফল হবে
প্রস্তুতির জন্য অন্তিম যুদ্ধের
আমরা তোমার পাশে থাকবো।
আঘাত হানবে কিউবার ক্ষেপণাস্ত্র
এবং যখন শয়তান তার ক্ষত লেহন করবে
গর্বিত হৃদয় নিয়ে
আমরা তোমার পাশে থাকবো।
কখনো ভেবোনা আমাদের অখণ্ডতা সুরঙ্গবন্দী
ওই সুসজ্জিত লাফানো মাছিদের উপহারে –
আমরা চাই ওদের রাইফেল, গুলি এবং পাথর
আর কিছুই চাই না।
লোহাও যদি আমাদের পথের অন্তরায় হয়
আমরা কিউবার ধাতুর চাদরের কান্না চাইবো
আমাদের গেরিলা হাড়ের জন্য।
শয়তানদের বিরুদ্ধে আক্রমণ শানানোর সময়
আর কিছুই চাইবো না আমরা।
–০০০XX০০০–