টিলার মতন সবুজ পাহাড়
প্রেমাঙ্কুর মালাকার
তামিলনাড়ুর, রুক্ষ মাটিতে,
লতা-বাবলার ঝোঁপ-
কৃষ্ণচূড়ার, পাতাহীন শাখে,
ফুলে ফুলে লাল ছোপ।
চারিদিকে তার, নারিকেল বীথি,
ফুরিয়ে হয়না শেষ;
প্রচণ্ড রোদে, পাতায় পাতায়,
হলুদ বরণ বেশ।
তালগাছ ভরা, কাঁদিতে কাঁদিতে,
ফলেছে নধর তাল-
তালশাঁস কেটে, বাজারে বেচে না,
গাছ দেখে বুঝি হাল।
গাছের কাণ্ডে, লেপ্টে রয়েছে,
শুকনো পাতার ডাল-
তাল কাটবে কী! পাতাই কাটেনি,
গাছে কেউ কতকাল।
নারিকেল গাছ, তামিলনাড়ুর,
ফসল অর্থকরী –
ক্ষেতে ক্ষেতে শুধু,নারিকেল গাছ,
তাই বোনে সরাসরি।
টিলার মতন, সবুজ পাহাড়,
দেখা যায় দূরে দূরে-
তামিলনাড়ুর, ক্ষেতে লালমাটি,
কর্ষিত ক্ষেত জুড়ে।
–~০০০XX০০০~–