এসো হে বীর সুভাষ
আগন্তুক
তোমার সাথে হয়নি দেখা ,
হয়নি চলা এক সাথে !
হয়নি তোমার অগ্নি প্রভায় ,
সিক্ত হওয়া নিঝুম রাতে !
হয়নি তোমার দেশ:প্রেমের ,
আত্ম দানের মুল্য দেওয়া !
হয়নি তব চরম পন্থীত্ত ,
মুক্ত হৃদয়ে মাখিয়ে নেওয়া !
তবুও দু-চোখ তোমায় খোঁজে ,
আকাশ বাতাস ভূতলেতে !
যে স্বাধীনতা চেয়েছো তুমি
মিশেছে যে , তা স্বার্থতাতে !
তোমার মত পরহিততায় ,
কেউ আসেনা এগিয়ে আর !
(সেলফি) তোলে সেবা দেখিয়ে ,
মোছায় না কারো মনের আঁধার !
আজ ২৩ শে জানুয়ারি ২০২২ ,
তব আবির্ভাবের ১২৫ তম লগণ !
নেকী সমাজের রঙের খেলায় ,
হইবে তোমাতে মাল্য বরণ !
জাতীয় সঙ্গীত গাইবে না কেউ ,
শোনাবে না তব আত্ম-ত্যাগ !
তোমার ছবিটি সামনে রেখে ,
দেখাবে দলীয় রঙিন (ফ্ল্যাগ) !
ব্রিটিশ শাষকের চরম শোষনেও ,
মোদের ঐক্যতাতে ছিলো বাস !
আজ শাষকের শোষণ ভারে ,
ভাতৃত্বে হয় রক্তের চাষ !
আজও কুঞ্জে কুঞ্জে গাহে পাখি ,
আগের মতই ফুলের সুবাস !
শুধু মানুষ গুলো বদলে গেছে ,
নেই কোথাও কোনো সুভাষ !
হে বীর সংগ্রামী চির নেতা ,
আজ যে তোমাকে দরকার !
তব তেজষ্ক্রিয় আলোক প্রভায় ,
প্রতি প্রাণের মোছাতে আধাঁর !
এসো ,,
এসো হে সুভাষ , ফিরে আবার ,
বৈয়িয়ে শান্তির ঝড় তুফান !
স্বাধীন রাষ্ট্রের স্বতন্ত্রতা ফেরাতে ,
বাড়াতে সকলের চেতনা মান !
লহ প্রনাম হে মহাপ্রাণ
–~০০০XX০০০~–