নেই স্নানযাত্রা!
মণিকা বড়ুয়া
এখন আর মনে দু’বেলা
চাঁদ সূর্য ওঠে না!
দেখি না ঝড় বাদল ঝঞ্ঝা!
বাজে না মধুময় মিলন গীতি।
নেই আলো আঁধারের মেলায়
সবার অলক্ষ্যে তোমায় নিয়ে
সুখ সাম্রাজ্যে
উথাল পাথাল সমুদ্র যাত্রা!
নেই দামাল স্নানযাত্রা
ভরা পুকুরে!
কেমন যেন নিরস
একঘঁয়ে দিনাতিপাত!
—————————-