গাঁদা
প্রেমাঙ্কুর মালাকার
শীত কালে আগে,ফুটতো বাগানে,
নানা রকমের গাঁদা-
ফুলচাষিদের, কল্যাণে মেলে,
বারোমাস গাদা গাদা!
সহস্রদল, আজ ফুটে ফুল,
কাল তো যায়না ঝরে-
নগদ অর্থ, তাইতো জোগায়,
ফুলচাষিদের ঘরে।
পাশকুড়া, আর ঠাকুরনগরে,
হয়যে গাঁদার চাষ;
ভক্ত মানুষ, যারা পুজো দেয়,
ফুল পায় বারোমাস!
–~০০০XX০০০~–