রক্ত গড়ায়
মণিকা বড়ুয়া
রক্ত গড়ায়, রক্ত গড়ায়!
মানুষ, নাকি অসুর সভায়!বোধ বোধির সমাধিস্থল
এসো না কেউ বাসরতল।নিভেছে আলো
বেজেছে কালো।অশ্রু গড়ায়
কন্যা গড়ায়।তীর তুলেছি—
গড়ে নেবো
সিদ্ধ মানুষ, প্রজাপতি–
বিষ্ণু- আঁচল মনটি খাঁটি!————-
রক্ত গড়ায়
মণিকা বড়ুয়া
রক্ত গড়ায়, রক্ত গড়ায়!
মানুষ, নাকি অসুর সভায়!বোধ বোধির সমাধিস্থল
এসো না কেউ বাসরতল।নিভেছে আলো
বেজেছে কালো।অশ্রু গড়ায়
কন্যা গড়ায়।তীর তুলেছি—
গড়ে নেবো
সিদ্ধ মানুষ, প্রজাপতি–
বিষ্ণু- আঁচল মনটি খাঁটি!————-